সাকিব-তামিমদের সঙ্গে যুক্তরাষ্ট্রে মাশরাফি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 August 2018

সাকিব-তামিমদের সঙ্গে যুক্তরাষ্ট্রে মাশরাফি!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
ওয়ানডের পর টি-২০ সিরিজ জিতে উইন্ডিজ থেকে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে, সিনিয়র ক্রিকেটাররা আপাতত ফিরছেন না। লম্বা সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাবেন তারা।
বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরার কথা বাংলাদেশ দলের।
জানা গেছে, নিউইয়র্ক থেকে ক্রিকেটাররা সবাই একসঙ্গে ফিরছেন না। সিনিয়র চার ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল সেখানে থেকে যাবেন। আর তাদের সঙ্গে যোগ দেবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। নিউইয়র্কে কয়েকদিন অবকাশ যাপন করে সুবিধা মতো সময়ে দেশে ফিরবেন তারা।
ওয়ানডে সিরিজ শেষেই দেশ থেকে মাশরাফির পরিবার যুক্তরাষ্ট্রে গিয়েছে। পরিবার নিয়ে মাশরাফির এই মাসের মাঝামাঝি সময়ে দেশে ফেরার কথা। তামিম ও মুশফিকের ফেরার কথা আগামী রোববার কিংবা মঙ্গলবার।
মাহমুদউল্লাহ অবশ্য আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত থাকবেন। আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরুর আগ পর্যন্ত সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচ খেলতে পারবেন তিনি।
আর এবছর সিপিএল খেলতে না যাওয়ায় যুক্তরাষ্ট্রে নিজের শ্বশুর বাড়িতে আরও কিছুদিন বেড়াতে পারবেন সাকিব। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages