শিক্ষার্থীদের হাতে আটক পুলিশের গাড়ি!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 1 August 2018

শিক্ষার্থীদের হাতে আটক পুলিশের গাড়ি!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় চতুর্থ দিনের মতো বুধবার (১ আগস্ট) রাস্তায় নামে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত চারদিন ধরে রাজপথ অবরুদ্ধ করে রেখেছে তারা। বুধবার থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও।
বুধবার রাস্তায় কোনো যান চলতে দেয়নি শিক্ষার্থীরা। কোনো গাড়ি সামনে এসে পড়লেই তার ড্রাইভিং লাইসেন্স চেক করেন তারা। লাইসেন্স না থাকলেই চাবি আটক। এই ঘটনা শুধু বাসের ক্ষেত্রেই ঘটে নি; ঘটেছে পুলিশের বেলায়ও। পুলিশের গাড়িও আটক করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা!
আটক ওই গাড়িতে করে ডিউটিরত পুলিশদের জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছিল। কলেজ ইউনিফর্ম পরা কিশোরারা গাড়িটি আটকে লাইসেন্স দেখতে চায়। কিন্তু চালক তা দেখাতে পারেননি!

ভ্যানে থাকা এক পুলিশ কর্মকর্তা বলছিলেন, সরকারি গাড়ি, তাই লাইসেন্স নিয়ে তারা ভাবেন না। কিন্তু শিক্ষার্থীদের এক কথা, গাড়ি সেটা পুলিশের হোক আর বাস কোম্পানির হোক, লাইসেন্স না থাকলে ছাড়া হবে না।

বেলা ১২ টার কিছু পরে ধানমন্ডি হারুন আই হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কলেজ ইউনিফর্ম পরিহিত এক ছাত্র পুলিশ ভ্যানটিকে আটকে লাইসেন্স দেখতে চান। কিন্তু দেখাতে না পারায় গাড়িটি আটকে রাখা হয়।
দেড় ঘণ্টা আটকে রাখার পর, পুলিশের একটি বড় দল এসে গাড়িটি ছাড়িয়ে নিয়ে যায়।
একই ধরনের ঘটনা ঘটে বিমানবন্দর সড়কে। আর্মড পুলিশ ব্যাটালিয়ানের একটি গাড়ি থামিয়ে চালকের লাইসেন্স দেখতে চাইলে তার চালকও ড্রাইভিং লাইলেন্স দেখাতে পারেননি।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে উঠে নানা শ্লোগান দেয়। তারা পুলিশের গাড়িতে বড় কাগজে ‘গাড়ি চালকের লাইসেন্স নাই, আইনের লোক’, ‘লাইসেন্স বিহীন গাড়ি চলবে না’ লিখে তা গাড়ির কাঁচে সেটে দেয়।

এছাড়াও গাড়িটির গায়ে রঙ দিয়ে লিখে দেয়া হয় ‘লাইসেন্স নাই’।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা যে নয়টি দাবি তুলে ধরেছে, তার মধ্যে লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে না দেয়ার দাবিটিও আছে। আর মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক নির্দেশনায় লাইসেন্সহীন এবং অপ্রাপ্তবয়স্ক চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ আসে।
বুধবার থেকে রাজধানীতে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ অভিযানও শুরু করেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকার পরও গাড়ি চালানোয় বেশ কয়েকজন চালকের কারাদণ্ডও হয়। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages