একুশে মিডিয়া, নোয়াখালী রিপোর্ট:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নোয়াখালীতে এক শিক্ষক ও এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলনে উসকানি দেওয়ার উদ্দেশ্যে ফেসবুকে গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর ও সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল ও কোম্পানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ফিরোজ আলম মিলন ও চাটখিল পৌরসভার ছোটজীবন নগর গ্রামের হোসেন খানের ছেলে এবং খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কামাল উদ্দিন খান।
পুলিশ জানায়, ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দুপুর দেড়টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের ১টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ফিরোজ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ও তার ব্যবহৃত ফেইসবুক আইডি জব্দ করা হয়।
অপরদিকে একই অভিযোগে সন্ধ্যা ৬টার দিকে চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে স্কুল শিক্ষক ও জামায়াত নেতা কামাল উদ্দিন খানকে তার ব্যবহৃত মোবাইলসহ গ্রেপ্তার করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক পিপিএম ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment