একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-চট্টগ্রাম:
গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দফায় দফায় জায়গা জমি দখলের চেষ্টা, বাধা দিতে গেয়ে তিন স্কুল ছাত্রীসহ ৯ নারী-পুরুষ আহত হয়।।”।
চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামের এঘটনা ঘটে।।”।
স্থানীয় সূত্রে জানা যায়, বদিউল আলম গ্রুপ ও ফরিদ উদ্দিন তালুকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ ৩ একর ১৩ শতক জমি নিয়ে বিরোধ নিয়ে আসছিল।।”।
গত বছর এই জমি নিয়ে আদালত নিষেধাজ্ঞা আরোপ করে এবং উভয় পক্ষকে স্থিতি অবস্থায় বজায় রাখার নির্দেশ দেন।।”।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত সোমবার সকাল ১০ টায় ঐ জমিতে ফরিদ উদ্দিন গ্রুপ দলবল নিয়ে দফায় দফায় জমি দখল করতে গেলে বদিউল আলম গ্রুপের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালায়।।”।
এসময় চাম্বল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শাহিদা আক্তার (১৬), নবম শ্রেণীর ছাত্রী কাউছার আক্তার (১৪), নবম শ্রেণীর ছাত্রীর ছাত্রী শাহারা আক্তার (১৩), ও মমতাজ বেগম (৫৫), মোবাশ্বরা (১৭), মোহনা বেগম (৫০), মমতাজ বেগম (৫০) তারা আহত অবস্থায় বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।।”।
এব্যাপারে ওসি তদন্ত মোঃ শরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি শুনেছি তবে তাদেরকে আগে চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment