ময়মনসিংহ জেলার জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 August 2018

ময়মনসিংহ জেলার জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন।

জেলায় প্রথম ময়মনসিংহ পৌর সভার মেয়র ইকরামূল হক টিটুসহ আরো বিশিষ্ট ব্যক্তিদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেয়ার মাধ্যমে মধ্য দিয়ে পৌর এলাকার ১ লাখ ৮১ হাজার ৪৫জন ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। ৯ আগষ্ট থেকে ২১টি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও মেয়র ইকরামূল হক টিটু সুষ্ঠুভাবে স্মার্টকার্ড বিতরণে প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দেন।

এ ছাড়াও উদ্বোধনী দিনে জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড.গাজী হাসান কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ ও জেলা মোটর মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, জেলা চেম্বারের সহ-সভাপতি শংকর সাহাসহ আরো কয়েকজন নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

এসময় পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হারুন অর রশিদ, আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ ইসরাফিল হোসাইন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুব হোসেন শাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ সরকারী, আধাসরকারী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুব হোসেন শাহ জানান, প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে ভোটার নিজে উপস্থিত হয়ে পূর্বের দেয়া ভোটার আইডিকার্ড, অথবা ২০১৭ সালের পূর্বে যারা ভোটার হয়েছেন তারা নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে। এসময় ভোটারদের সাচিং লাইন থেকে স্লিপ সংগ্রহ করে বায়োমেট্রিক অর্থাৎ আইরিশ, ফিঙ্গার ছাপ দিতে হবে এরপর স্মার্টকার্ড প্রদান করা হবে।

৯ আগষ্ট সকাল ১২ আগষ্ট, প্রতিদিন ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভেটেরিনারি ট্রেনিং সেন্টারে ময়মনসসিংহ পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। আগামী ১৩ থেকে ১৮ আগষ্ট পর্যন্ত পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শহরের ২নং ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এইভাবে আগামী ১০ অক্টোবর ২১নং ওয়ার্ডে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহ পৌরসভার স্মার্টকার্ড বিতরণ করাকাজ সমাপ্ত হবে। এরপ জেলার অন্যান্য উপজেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু করা হবে বলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুব হোসেন শাহ জানান। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages