দোহারে অনুমতি ৫টি পশুরহাট বসেছে ৮টি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 17 August 2018

দোহারে অনুমতি ৫টি পশুরহাট বসেছে ৮টি!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার নবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় কোরবানীর পশুর হাট বসানোর লক্ষ্যে এবার ৫টি পশুরহাটের পরিবর্তে ৮টি পশুর হাটের ইজারা আহবান করেছে ইপজেলা প্রশাসন।।”।
জানা যায়,উপজেলার চলতি বছরে দোহার পৌরসভা কতৃক সারা বছরের জন্য সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এবং কোরবানীর ঈদের সপ্তাহ জুড়ে জয়পাড়া দেবীনগর হাট ১কোটি ৫৮লক্ষ ৪৩হাজার পাঁচশত টাকায় দেলোয়ার মাঝির নিকট ইজারা প্রদান করা হয়।।”।
তাছাড়া উপজেলা পরিষদের আওতায় শিলাকোঠা বাংলাবাজার পশুরহাট,মেঘুলা বাজার পশুর হাট,ডাইয়ারকুম পশুরহাট,মৌড়া বাজার পশুরহাট বসানোর নীতিমালা থাকলেও তার বিপরীতে আরো নতুন তিনটি অস্থায়ী পশুরহাট ইজারা প্রদান করেছে উপজেলা প্রশাসন।।”।
পশুরহাট গুলো হলো রাধাঁনগর খাজার হাট- বাজারে অস্থায়ী পশুরহাট,মাহমুদপুর পুরাতন বাসষ্টান্ড সংলগ্ন মৈনট ঘাটে অস্থায়ী পশুর হাট,বাস্তা বাজার সংলগ্ন ফকির বাড়ির মাঠে অস্থায়ী পশুরহাট।নতুন অস্থায়ী পশুরহাট ইজারা নীতিমালা অনুযায়ী বিশেষ প্রয়োজনে বসাতে হলে তা উপজেলা পরিষদে আলোচনা এনে পরিষদের রেজুলেশনের মাধ্যমে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হাট বসানোর নিয়ম আছে।।”।
এসকল নীতিমালা সুকৌশলে এড়িয়ে উপজেলা প্রশাসন নতুন অস্থায়ী পশুর হাট বসানোর জন্য ইজারাদারদের কাছে সিডিউল বিক্রি করেছেন যা নীতিমালা লংঘন।এছাড়াও পশুরহাটগুলোতে জাল টাকা সনাক্তকারী মেশিন,রুগ্ন /অসুস্থ্য পশু পরীক্ষার জন্য পশু ডাক্তার ছাড়াই অস্থায়ী পশুর হাট বসিয়েছেন।।”।
এ বিষয়ে পৌরসভার আওতায় সারা বছরের জন্য সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এবং কোরবানীর ঈদের সপ্তাহ জুড়ে জয়পাড়া দেবীনগর হাটের ইজারাদার দেলোযার মাঝি বলেন,আমরা যারা নিয়মিত প্রতিযোগীতার মাধ্যমে পশুর হাট-বাজার পৌরসভার ব্যবস্থাপনায় সরকারকে চড়াদামে কর পরিশোধ করে থাকি।তারা এতে ক্ষতির সম্মুখিন হবে।।”।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সাথে যোগাযোগ করলে তিনি জানান,সমস্ত নীতিমালা অনুসরন করেই নতুন তিনটি অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।।”।
দোহারের সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি নীতিমালা অনুসরন করা হয়েছে।।”।
প্রকাশ এছাড়াও পশুরহাটগুলোতে জাল টাকা সনাক্তকারী মেশিন,রুগ্ন /অসুস্থ্য পশু পরীক্ষার জন্য পশু ডাক্তারী ব্যবস্থাপনা রয়েছে অস্থায়ী পশুর হাটগুলোতে। এ বিষয়ে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন জানান,নতুন অস্থায়ী পশুরহাট বসানোর ব্যাপারে উপজেলা পরিষদে কোন আলোচনা হয়নি এবং আমি বিষয়টি জানি না।।”।
যতদুর জানি নীতিমালা অনুযায়ী উপজেলা পরিষদে আলোচনা না করে উপজেলা পরিষদের সিদ্ধান্তের বাইরে উপজেলা প্রশাসন নতুন অস্থায়ী পশুরহাট ইজারা দেওয়ার নিয়ম নাই।কেউ করলে তা নিজ দায়িত্বে করবে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages