একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নেমেছে কক্সবাজারের ছাত্রলীগের নেতাকর্মীরা।ছাত্রলীগ নেতাকর্মীরা নিজ উদ্যোগে বাসাবাড়ি থেকে পাইপ টেনে পানি দিয়ে রাস্তায় জমে থাকা রক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।
জানা যায়. কক্সবাজারের বিমানবন্দর সড়কে কোরবানির পশুর বর্জ্য অপসারণে বুধবার সকালে মাঠে নামে কক্সবাজারের ছাত্রলীগের নেতাকর্মীরা। কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দিন আহমেদের নেতৃত্বে দুপুর ১২টা থেকে শুরু হয় বর্জ্য।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মইন উদ্দিন আহমেদ জানান, ‘রাস্তায় সকালবেলা কোরবানি করার পর যে বর্জ্যগুলো ছিলো, সেগুলো আমরা সদলবলে বালতি দিয়ে সংগ্রহ করে নদীর পাশে নিয়ে ফেলেছি। পরে পৌরসভার গাড়ি এগুলো নিয়ে গেছে। এভাবে পুরো বিমানবন্দর সড়কই আমরা পরিস্কার করে ফেলেছি।’ মইন উদ্দীন আহমেদ জানান, দলীয়ভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগেই এটি করেছেন তিনি।ল
তবে উদ্যোগটি নেয়ার আগে কক্সবাজার ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের পরামর্শ নিয়েছিলেন তিনি। মইন উদ্দীন বলেন, ‘অনেকে জবাই করা পশুর নিথর দেহটা উঠানে কিংবা বাসাবাড়ির বারান্দায় নিয়ে মাংস কাটাকাটি ও ভাগ বসানো নিয়ে ব্যস্ত। কিন্তু বর্জ্যগুলো তৎক্ষণাত অপসারণ হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বাড়ায় দুর্গন্ধ ছড়ানো শুরু করে বর্জ্যগুলো।
কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা উপসড়কগুলোতে কখন আসবেন তার সঠিক সময় নির্ধারণ নেই। তাই ছাত্রলীগের নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে বর্জ্য অপসারণে মাঠে নেমেছি।’ মইন আরও জানান, ‘পশু জবাই করা স্থানগুলো পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দুর্গন্ধ মুক্ত করার চেষ্টা করেছি আমরা। বিমানবন্দর সড়ক হওয়ায় পর্যটকরা বিমান থেকে নেমে এদিক দিয়েই হোটেল ও গেস্ট হাউসে যাচ্ছে। বর্জ্যের দুর্গন্ধে তারা নাকে রুমাল চেপে ধরছে। এটা দেখেই আমরা পরিচ্ছন্নতার কাজে নেমেছি।
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান একুশে মিডিয়াকে জানান, কক্সবাজার পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৬১ স্পটে এবার কোরবানির পশু জবাই করার স্থান নির্ধারণ করা হয়। এরপরও কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে পশু জবাই হয়েছে। তবে ছাত্রলীগের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। কক্সবাজার পৌর ও ২নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী বর্জ্য অপসারণে নেমে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তা আগামীতে পরিচ্ছন্ন দেশ গঠনে তাদের অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন তিনি। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment