ওনার ভাষা, আর গুন্ডাদের ভাষার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না: হাছান মাহমুদ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 10 August 2018

ওনার ভাষা, আর গুন্ডাদের ভাষার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না: হাছান মাহমুদ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
বিশিষ্ট আইনজীবী গণফোরাম নেতা ড. কামাল হোসেনের ভাষা আর গুন্ডাদের অ্যাকশনের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।।
গণফোরাম নেতার ভূমিকায় হতাশ জানিয়ে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, ‘এটি অত্যন্ত হতাশাব্যঞ্জক। কারণ, ড.কামাল হোসেনকে এতদিন একজন ভদ্র ব্যক্তি হিসেবেই জানতাম।।
শুক্রবার (১০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বক্তব্য রাখছিলেন হাছান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৮ তম জন্মদিন উপলক্ষে এর আয়োজন করা হয়।
সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ড. কামাল হোসেনের বক্তব্যের কড়া সমালোচনা করেন হাছান মাহমুদ। বলেন, ‘তিনি (ড. কামাল) বলেছেন গুন্ডাতন্ত্র। হ্যাঁ.. তিনি এ কথাটি সঠিক বলেছেন। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল-কলেজের ড্রেস পরিয়ে কারা বিএনপি জামায়াতের গুন্ডাদের নামিয়েছিলেন, কারা স্কুলের ব্যাগের মধ্যে চাপাতি এবং পাথর রেখেছিলেন, কারা সাংবাদিকদের উপর হামলা এবং হেনস্তা করেছেন তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছে। তিনি হয়তো সেগুলোর কথাই বলেছেন।।
‘ওনার ভাষার মধ্যে আর গুন্ডাদের শারিরীক অ্যাকশনের ভাষার মধ্যে আমি পার্থক্য খুঁজে পাচ্ছি না। এটি অত্যন্ত হতাশা ব্যঞ্জক। কারণ, ড. কামাল হোসেনকে এতোদিন একজন ভদ্র ব্যক্তি হিসেবেই জানতাম।’
‘শিক্ষার্থীদের আন্দোলন কখনো বন্ধ করা যাবে না’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করেন ক্ষমতাসীন দলটির এই মুখপাত্র। বলেন, ‘শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে এবং প্রধানমন্ত্রী তাদের সব দাবি মেনে নেওয়ায় তারা আনন্দ মিছিল করেছে। তারা বুঝতে পেরেছে তাদের মধ্যে বিএনপি জামায়াতের ক্যাডাররা প্রবেশ করেছে। তারা এটাও বুঝতে পেরেছে এই গুন্ডাদের কারা নামিয়েছে।।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা এবার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে তারা কিন্তু বসে নাই। রাত বিরাতে তারা বিভিন্ন জায়গায় বসছেন। সুতরাং ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages