একুশে মিডিয়া, ঝিনাইদহ রিপোর্ট:
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাওঘাটা এলাকায় সাইফুল ইসলাম সাইফ নামে এক সেনা সদস্য খুন হয়েছেন। এ ঘটনায় করা হত্যা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।।”।
শনিবার রাতে ওই সেনা সদস্য খুন হওয়ার পর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়।।”।
|
স্বজদের আজাহারী |
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার গোরাই এলাকার মিজানুর রহমান ও বংকিরা এলাকার আকিমুল ইসলাম।”।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে সদর উপজেলার বোড়াই গ্রাম থেকে মিজানুর রহমান ও চুয়াডাঙ্গার বদরগঞ্জ থেকে আকিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে আকিমুলের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়াটি।।”।
এর আগে শনিবার রাতে সাইফুল তার শ্বশুর সামছুল ইসলাম ও নৌবাহিনীতে কর্মরত ভাই মনিরুল ইসলামের সঙ্গে একটি মোটরসাইকেলে করে বদরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বংকিরা গ্রামের রাস্তায় গাছ ফেলে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা সাইফুলকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।।”।
গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment