একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ২০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরের নব গঠিত কমিটি।
বুধবার (১আগষ্ট) বিকেলে চট্টগ্রাম পাঁচলাইশস্থ প্রর্বতক মোড়ে নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদত হোসেনর সভাপতিত্বে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ইসলামী ঐক্যজোট নেতারা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যাপক মাওলানা ইলিয়াস মাহমুদের, ইসলামী ঐক্যজোট নবগঠিত কমিটির চট্টগ্রাম মহানগর সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা শেখ মুহাম্মাদ ইসমাইল বিন কবির,সাধারণ সম্পাদক আ.ন.ম রহিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ,ছাত্র প্রতিনিধি মুহাম্মদ কলিম উল্লাহ সহ মহানগর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে বিভিন্নভাবে একের পর এক তালবাহানা না করে অবিলম্বে খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
এ সময় আগামীতে ২০ দলীয় জোটের আন্দোলন সংগ্রামে ইসলামী ঐক্যজোটের চট্টগ্রাম মহানগরের প্রত্যেক থানা, ওয়ার্ড, ইউনিটকে শক্তিশালী করে যে কোন কর্মসূচিকে বেগমান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং যে কোন আন্দোলন সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ ভাবে একই সাথে যে কোন কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকের বিষয়ে ইসলামী ঐক্যজোট নবগঠিত কমিটির চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা শেখ মুহাম্মাদ ইসমাইল বিন কবির বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
সরকারের দুঃশাসন ও বিরোধী দলের নেতা কর্মীদের উপর দমন, নিপীড়ন ও গ্রেফতারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা নিয়ে কথা হয়েছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment