![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ থেকে পাঠানো রিপোর্ট:
ময়মনসিংহ শহরের মাদ্রাসা কোয়ার্টার এলাকায় আজ শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে জিলা স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র সরকার মারা গেছেন।
রেলওয়ে পুলিশ(জিআরপি) জানান ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রেলপথে শহরের মাদ্রাসা কোয়ার্টার এলাকায় আজ শুক্রবার সকালে ঢাকাগামী কমিউটার ট্রেনের নীচে কাটা পড়ে জিলা স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র সরকার মারা যান।
জানা গেছে, প্রতিদিনের মত আজ ময়মনসিংহ জেলা স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র সরকার মাদ্রাসা কোয়ার্টার রেলক্রসিংয়ে পৌছলে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত অবসর প্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র সরকারের বাসা শহরের মিলনবাগ এলাকায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একুশে মিডিয়অ’
No comments:
Post a Comment