ফেনসিডিলসহ সাবেক মন্ত্রী’র এপিএস মোশাররফ ও তার সহযোগী গ্রেপ্তার !-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 11 August 2018

ফেনসিডিলসহ সাবেক মন্ত্রী’র এপিএস মোশাররফ ও তার সহযোগী গ্রেপ্তার !-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:

চট্টগ্রামে সাবেক এক বিএনপির মন্ত্রীর এপিএস ও তার সহযোগীকে দুইশ ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পু্লিশ।

শুক্রবার দিনগত রাতে কোতোয়ালি থানার চৈতন্যগলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন-চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকার এসএম কামাল উদ্দিনের ছেলে মো. মোশাররফ উদ্দিন (৪৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ খলিল আহমদ (৪১)।
গ্রেপ্তার মোশাররফ বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের ‘এপিএস’ বলে জানা গেছে। গ্রেপ্তারের পর পুলিশের কাছেও এমন পরিচয় দিয়েছেন মোশাররফ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন খবর পেয়ে চৈতন্যগলি এলাকা থেকে দুইশ ৪৫ বোতল ফেনসিডিলসহ সাবেক এক মন্ত্রীর এপিএস মোশাররফ ও তার সহযোগী খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি প্রাইভেটকারে করে এসব ফেনসিডিল নিয়ে এসেছিলেন।
এ ঘটনার সঙ্গে জড়িত আমিনুল্লাহ, মনসুর ও পারভীন নামে আরও তিনজন পলাতক রয়েছে।
পাঁচজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages