বার বার কেন নগ্ন হয় অভিনেত্রী এষা?-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 6 August 2018

বার বার কেন নগ্ন হয় অভিনেত্রী এষা?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
বলিউডের আলোচিত অভিনেত্রী এষা গুপ্তা। মাস কয়েক আগে ধারাবাহিকভাবে নিজের নগ্ন ছবি প্রকাশ করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরেই অন্য আলোচনায় ছিলেন এষা। ক্রিকেটার হার্দিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ডাল পালা মেলেছে। যদিও এষা স্বীকার করেননি হার্দিকের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি। হার্দিককে কেবল ভালো বন্ধু হিসেবে দাবি করেছেন তিনি।
এদিকে সম্প্রতি এষা ফের আলোচনায় উঠে এসেছেন। ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন নিজের আরও একটি প্রায় নগ্ন ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে বিছানায় নগ্ন শুয়ে আছেন এষা। নিজের গোপন অঙ্গগুলো কেবল হাত দিয়ে ধরে রেখেছেন।
এষার এমন ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। তবে তার এমন আচরনে এখন অভ্যস্ত নেটদুনিয়া। যদিও দীর্ঘ দিন পর এমন ছবি প্রকাশ করলেন এষা। অনেকেই বলছেন নতুন করে আলোচনায় আসতেই এষার এই কাণ্ড! আবার অনেকে বলছেন, এষা হতাশায় ভুগছেন। যার কারণে মিডিয়া সরগরমের জন্যই এমন করছেন তিনি। আবার অনেকে বলছেন, সুন্দর শরীর রয়েছে এষার, সেটা দেখাতে কি সমস্যা তার! একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages