‘প্রিয় প্রধানমন্ত্রী, আপনি ছাড়া কে আছে আমাদের'-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 1 August 2018

‘প্রিয় প্রধানমন্ত্রী, আপনি ছাড়া কে আছে আমাদের'-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:

‘আল্লাহ গো! কী ভয়াবহ নৃশংসভাবে শনির আখড়া দনিয়া কলেজের সামনের রাস্তায় ছেলেটার বুকের উপর দিয়ে ট্রাকটা চালিয়ে নিয়ে গেল!’ বুধবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখলেন জনপ্রিয় অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন।
তিনি আরও বলেন, ‘এতদিন এই ধরনের ভিডিও দেখলে এড়িয়ে যেতাম। আজকের ভিডিওটা জোর করে দেখলাম। প্রশাসন কী পুরোপুরি অন্ধ হয়ে গেছে? আমাদের এমপি, মন্ত্রীরা?’
এমন চালকদের জন্য কঠোর সাজার দাবি জানিয়ে শাওন বলেন, ‘সৌদি আরবের বিচার ব্যবস্থা প্রয়োগ করা যায় না? এই খুনি ড্রাইভারগুলোর উপর? হাতের বদলে হাত, চাকার নিচে পিষে খুনের বদলে চাকার নিচে পিষে ফেলা!’
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শাওন বলেন, ‘এই প্রজন্মের কিশোর ছেলেমেয়েগুলোকে স্যালুট। তোমাদের দেখে লজ্জায় মরমে মরে যাক দায়িত্বে অবহেলা করা প্রশাসন।’
এর আগে মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে শাওন লিখেছেন, ‘ওরা কিন্তু রাজনীতি বোঝে না, রাজনীতি করতে পথে নামেনি। কিন্তু রাজনীতির প্রতি, রাজনীতিবিদদের প্রতি কী পরিমাণ ঘৃণা জন্মে যাবে তাদের মনে ভেবে দেখছেন। এই ছেলেপুলেগুলো আগামী ২/১ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বে। হয়তো ছাত্র রাজনীতিও করবে। আজকের এই ঘৃণা কী ওদের ছাত্রলীগের রাজনীতি করতে দিবে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শাওন লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো কোমল হৃদয়ের মানুষ। সারাজীবন সেভাবেই দেখে এসেছি তাঁকে। আজ কেন তাঁর কোমলতা দেখাতে দেরী করছেন? তাঁর সম্বন্ধে এই বাচ্চাগুলোর ধারণা কোনদিকে যাচ্ছে?’
শাওন আরও বলেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি ছাড়া আর কে আছে আমাদের? কার কাছে যাব? আপনাকে এই কিশোর-কিশোরীরা ভুলভাবে জানুক তা তো চাই না। এদের ঘরে ফেরাতে আপনার একটি আশ্বাসের বাক্যই তো যথেষ্ট। আপনি কী তাদের মাথায় আপনার হাতটা একটু রাখবেন না?’ একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages