মেঘনায় গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে গেছে দুই স্কুলছাত্র!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 12 August 2018

মেঘনায় গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে গেছে দুই স্কুলছাত্র!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, নারায়ণগঞ্জ রিপোর্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে ইয়াসিন (৭) ও বিন ইয়ামিন (৭) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।”

নিহতরা হলেন, ওই গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়াসিন। সে স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অপরজন একই এলাকার সালাউদ্দিনের ছেলে বিন ইয়ামিন (৭)। সে মুনলাইট কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।”
জানা গেছে, ওই ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় দুপুরে গোসল করতে নামে ইয়াসিন। এ সময় স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে ঝাঁপ দেয় বিন ইয়ামিন। প্রচণ্ড স্রোতে সেও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশেপাশের লোকজন দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে।”
এর আগে, রাজধানীর রমনা পার্কের লেকে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। রবিবার (১২ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে।”
নিহত ওই দুই শিক্ষার্থী রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্র বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ছাত্র লেকের পানিতে গোসল করতে নামলে তারা ডুবে যায়।”
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, আধা ঘণ্টা আগে দুই কিশোরের মৃতদেহ তাদের কাছে আসে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।”
রমনা থানা সূত্রে জানা যায়, কাকরাইল উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেনির দুই শিক্ষার্থী আদনান (১৫) ও মাহফুজ (১৫) রমনা লেকে গোসল করতে নেমে ডুবে যায়। সেখানে অপেক্ষমান কয়েকজন ব্যক্তি তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages