চট্টগ্রামের বাঁশখালীতে বুধবার (৮ আগস্ট) ৮৪ হাজার চিংড়ি পোনা জব্ধ করে সাগরে অবমুক্ত করে মৎস্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার বুধবার বিকেলে গোপন সংবাদের বৃদ্ধিতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন হিরা গোপন সংবাদের বৃত্তিতে চিংড়ি পোনার ট্রাক আটক করে উপজেলা নির্বাহী অফিসার কাছে প্রেরণ করলে তিনি পোনা ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে পোনা গুলোকে সাগরে অবমুক্ত করে।
পোনা সরবরাহকারী মোফাচ্ছেল হক (৩২) পীং- নুরুল আলম ছনুয়া খুদুকখালী। তিনি জানান, শিশুদের সাগরে জাল বসিয়ে পোনা গুলো আহরণ করা হত।
উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, ১৯৫০ সালে মৎস্য আইনে ৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদন্ড।
No comments:
Post a Comment