সাংবাদিক হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্যমন্ত্রীর চিঠি-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 August 2018

সাংবাদিক হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্যমন্ত্রীর চিঠি-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হস্তক্ষেপ চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এ অনুরোধ করেন তথ্যমন্ত্রী।
এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের হাসানুল হক ইনু বলেছিলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের শেষের দিকে কিছু জায়গায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা দুঃখজনক। 
হামলাকারীদের চিহ্নিত করার জন্য এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আজই (মঙ্গলবার) চিঠি দেয়া হবে। 
স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিকভাবেও ইতোমধ্যে আশ্বাস দিয়েছেন যে তিনি পদক্ষেপ নেবেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছবি আমরা পেয়েছি, গোয়েন্দারাও পেয়েছেন। আশা করছি, এ বিষয়ে দ্রুতই প্রতিকার হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য আমরা আরও সজাগ ও সতর্ক হবো। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages