সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কাতে আরও ৫ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 15 August 2018

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কাতে আরও ৫ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, প্রবাসী রিপোর্ট:
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কা নগরীতে আরও ৫ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) এই পাঁচ হজযাত্রী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান।।”।
মারা গেছেন যারা, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ছোবহান সরকার বাড়ির মো. হারুন অর-রশিদ (৬১), চাঁপাইনবাবগঞ্জের রাধানগরের মো. আবুল কালাম (৬৯), শেরপুর জেলা সদরের এস এম আবদুল হক (৬৩), চট্টগ্রাম মহানগরীর ডেপুটি বাড়ির সুলতান আহমদ (৬৩) ও নাটোরের মো. লাল চাঁদ মণ্ডল (৬০)।।”।
চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ৩৪ জন পুরুষ।।”।
এরআগে গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।।”।
গত ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ অফিসে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়।।”।
আগামী ২৭ আগস্ট থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages