পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে (পিটিআই) যোগ দিলেন তার সৎমেয়ে মেহেরুন্নিসা হায়াত। তিনি ইমরান খানের সাবেক স্ত্রী বুশরা মানিকার মেয়ে।
সোমবার ইমরানের সঙ্গে বৈঠকের পর মেহেরুন্নিসা পিটিআইতে যোগ দেন বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন। এসময় তার মা বুশরা উপস্থিত ছিলেন।
গত ফেব্রুয়ারিতে লাহোরে বুশরাকে বিয়ে করেন ইমরান। বিয়ের পর বুশরা জনসম্মুখে আসেননি এবং রাজনীতিতেও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাকে।
গত ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে পিটিআইকে বিজয়ী করাই জাতিকে অভিনন্দন জানান বুশরা।
জাতির উদ্দেশে দেয়া বার্তায় তিনি বলেন, আল্লাহ এই জাতিকে এমন একজন নেতা দিয়েছেন, যিনি তাদেরকে দেখভাল করবেন। বিশেষ করে তিনি নিপীড়িত নারী, বিধবা ও এতিমদেরকে অভিনন্দন জানান এই বলে যে নবনির্বাচিত নেতা তাদের সুরক্ষা দেবেন।
উল্লেখ্য, সোমবার আনুষ্ঠানিকভাবে পিটিআই’র প্রধানমন্ত্রী প্রার্থী মনোনীত হয়েছেন ইমরান। আগামী ১৪ আগস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ইতোমধ্যে সরকার গঠনের জন্য মিত্রদের সমর্থন নিয়ে প্রয়োজনীয় ১৩৭ আসন নিশ্চিত করেছেন তিনি। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment