![]() |
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
সিরিয়ার আকাশীমায় গোপনে প্রবেশ করা দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সিরিয়া ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার বিভিন্ন জায়গায় যখন তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সেনারা ব্যাপক সাফল্য পাচ্ছে তখন এই খবর বের হলো। এ খবর দিয়েছে পার্সটুডে।।”
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা শনিবার সকালের দিকে জানিয়েছে, দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একটি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়। রাজধানী দমেস্ক থেকে পশ্চিমে দেইর আল-আশায়েরের আকাশে ওই লক্ষ্যবস্তুকে শণাক্ত করা হয়। তবে কী ধরনের লক্ষ্যবস্তু ছিল এটা তা পরিষ্কার করে নি সানা। সম্ভাব্য ক্ষয়ক্ষতিরও কোনো খবর দেয় নি বার্তা সংস্থাটি।।”
ইরান, রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহর সহায়তায় সিরিয়া সরকার ইদানিং বিভিন্ন ফ্রন্টে সন্ত্রাসীদের বিরদ্ধে সাফল্য পাচ্ছে। এসব সন্ত্রাসীর পেছনে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন রয়েছে।।”একুশে মিডিয়া।
No comments:
Post a Comment