একুশে মিডিয়া, আ্তর্জাতিক রিপোর্ট:
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। রবিবার গভীর রাতের দিকে এই হামলা চালানো হয়। খবর রয়টার্স’র।।”।
খবরে বলা হয়, বোর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে রাত ২টার সময় এই হামলা চালানো হয়। হামলায় বেঁচে যান আবাচা ওমর নামে এক নাইজেরীয়। তবে জঙ্গিরা বোকো হারাম নাকি আইএসের সদস্য তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।।”।
ওমর বলেন, তিনি ১৯ জনকে নিহত হতে দেখেছেন। নিহতদের মধ্যে তার ছোট ভাইও ছিলো।।”।
উল্লেখ্য, নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএস প্রায়শই হামলা চালিয়ে থাকে। সরকার তাদের দমন করার চেষ্টা করলেও বিগত মাসগুলোতে জঙ্গি হামলা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বারবার পরাজিত হচ্ছে সেনাবাহিনী। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment