বনকর্মী-বনদস্যুদের গোলাগুলিতে নিহত এক ও আহত সাত! কক্সবাজারে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 17 August 2018

বনকর্মী-বনদস্যুদের গোলাগুলিতে নিহত এক ও আহত সাত! কক্সবাজারে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জাধীন মেহেরঘোনা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে বনকর্মী ও বনদস্যুদের গোলাগুলিতে এক বনদস্যু নিহত এবং সাত বনকর্মী আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন দুই বনকর্মী।।”।
শুক্রবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়।।”।
নিহত বনদস্যুর নাম মোস্তাক আহম্মদ (৩৭)। তিনি স্থানীয় মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে আছে। আহত বনবিভাগের কর্মকর্তাদের মধ্যে আছেন- আবদুল মান্নান, আবদুল মতিন, জসিম উদ্দিন ও মামুন।।”।
কক্সবাজার উত্তর বনবিভাগের কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ হয়ে এবং দায়ের কোপে আহত বনকর্মীদেরকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।।”।
কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (স্পেশাল ওসি) মেহেদী হাসান জানান, একদল সশস্ত্র বনদস্যু এদিন সকালে মেহেরঘোনা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে কাঠ কাটছিল। সংবাদ পেয়ে মেহেরঘোনা বনবিটের বনকর্মী ঘটনাস্থলে পৌঁছায়। তখন সশস্ত্র বনদস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো দা দিয়ে বনকর্মীদের এলোপাতাড়ি কোপায়। বনকর্মীরাও গুলি ছোড়ে। ঘটনাস্থলেই সাত বনকর্মী আহত হন। তবে এখনও দুই বনকর্মীর খোঁজ পাওয়া যায়নি। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages