প্রধানমন্ত্রীর ঘোষণা ‘২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে তামাকমুক্ত দেশ’। এ ঘোষনাকে বাস্তবায়নের অংশ হিসেবে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস’ চট্টগ্রাম নগরীতে কাজ করছে।
ওয়ার্ড ভিত্তিক এ কার্যক্রমে কাউন্সিলরদের সহযোগিতা ও সম্পৃক্ততার জন্য আজ সকালে ‘ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস’র নেতৃত্বে ক্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সাক্ষাত করেছেন।
সাক্ষাতে নেতৃবৃন্দ চট্টগ্রামে একটি প্রতিনিধিদল করার জন্য সিটি মেয়য়ের কাছে প্রস্তাব করেন। একই সাথে নেতৃবৃন্দ গ্রিন, ক্লিন সিটি ও তামাকমুক্ত নগর গড়ার ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মেয়র নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, তামাকমুক্ত নগরী গড়তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চলতি অর্থ বছরে বাজেট বরাদ্দ রেখেছে। এ লক্ষ্যে সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
লিফলেট বিতরণসহ নানামুখী প্রচার-প্রচারণা ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। তামাকমুক্ত চট্টগ্রাম নগরী গড়তে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
No comments:
Post a Comment