তিনদিনে ছয় হাজার ৬৭২ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিলো পুলিশ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 7 August 2018

তিনদিনে ছয় হাজার ৬৭২ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিলো পুলিশ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:

ডিএমপি পরিচালিত ট্র্যাফিক সপ্তাহ’র প্রথম তিনদিনে সারাদেশের ছয় হাজার ৬৭২ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলো পুলিশ।
এছাড়া ৫৭৭টি ফিটনেসবিহীন গাড়ি আটক এবং ১৭ হাজার ৭২৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৫৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি(মিডিয়া) সোহেল রানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার ট্র্যাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩৯০৯টি মামলা করেছে ডিএমপি’র ট্র্যাফিক বিভাগ। আটক করেছে ৭৪ টি মোটর সাইকেল।
ট্র্যাফিক বিভাগ সূত্রে জানা গেছে, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৮৬ টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৪৭টি, হুটার ও বিকল লাইট ব্যবহার করার জন্য আটটি এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ২৫টি ও বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করার জন্য দুইটি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক হাজার ৭৮টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২১২টি, ট্র্যাফিক আইন অমান্য করার কারণে দুই হাজার ৩৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮ ভিডিও এবং পাঁচটি সরাসরি মামলা দেয়া হয়েছে।
এই ট্র্যাফিক সপ্তাহ ৫ আগস্ট থেকে শুরু হয়ে ১১ আগস্ট ২০১৮ পর্যন্ত চলবে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages