একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি সিংহ। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। ২১ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট।।”।
আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০।।”।
আপনার শুভ বর্ণ: হলুদ ও কমলা।।”।
শুভ গ্রহ ও বার: রবি ও বৃহস্পতি।।”।
শুভ রত্ন: রুবী ও পোখরাজ।।”।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি, সকাল: ৭:৪০ থেকে ১১শী তিথি চলবে।।”।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো মসজিদ বা ঈদগাঁও কেন্দ্রীক কাজে ব্যস্ত হতে পারেন। ধর্মীয় নিয়ম কানুনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। প্রবাসী শ্রমীকদের আজ ঈদ মোবারক। আজ আপনার ভাগ্য উন্নতির যোগ রয়েছে। জীবীকার জন্য বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে।।”।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি তুলনামূলক মিশ্র। মানসিক কিছু অস্থিরতায় ভুগতে পারেন। শনি চন্দ্রর প্রভাবে যাত্রা পথে নানা রকম বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। পথে পথে পুলিশী হয়রানী বা দালালের অত্যাচারে অতিষ্ট হতে পারেন। মটরসাইকেল চালক ও আরহীদের সাবধানে চলতে হবে। দূর্ঘটনা এড়িয়ে নির্বিঘেœ বাড়ী যান।।”।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকার দোকানদারদের কাজের ব্যস্ততা চরমে থাকবে। অংশিদারী ব্যবসায় আশানুরুপ লাভ হবে না। কোনো অংশিদারের সাথে বিতর্ক হতে পারে। জীবন সাথীর সাথে কোনো ছোট খাটো বিষয়ে মনমালিন্য বা কলহের আশঙ্কা। মেজাজ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন।।”।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকার দোকানদারদের কাজের ব্যস্ততা চরমে থাকবে। অংশিদারী ব্যবসায় আশানুরুপ লাভ হবে না। কোনো অংশিদারের সাথে বিতর্ক হতে পারে। জীবন সাথীর সাথে কোনো ছোট খাটো বিষয়ে মনমালিন্য বা কলহের আশঙ্কা। মেজাজ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন।।”।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। পায়ে বা কোমড়ে আঘাতের আশঙ্কা প্রবল। বৈদেশীক কাজে কোন তথ্যবিভ্রাটের সম্মূখীন হতে পারেন। কাজের লোকের সাথে বিরোধ হবার আশঙ্কা প্রবল। শারীরিক মানসিক দিক ভালো যাবে না। উচ্চ স্থান থেকে পতন বা দাতের কোনো পীড়ায় ভুগতে পারেন।।”।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): আজ সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। গৃহে শান্তি ফিরে আসবে।ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। সন্তানের সাথে কোরবানীর পশু কিনতে যেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের কাজের চাপ অব্যাহত থাকবে। সৃজনশীল পেশাজীবীরা আজ বন্ধের দিনেও ব্যস্ত থাকতে পারেন। প্রেম ও রোমান্সে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে।।”।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। পারিবারিক কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে তর্ক বিতর্ক হতে পারে। যানবাহনের চালকরা আজ কোনো ঝামেলায় পড়তে চলেছেন। প্রত্যাশিত কাজে ঝামেলা। আজ আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে হাটে যেতে পারেন।।”।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। পারিবারিক কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে তর্ক বিতর্ক হতে পারে। যানবাহনের চালকরা আজ কোনো ঝামেলায় পড়তে চলেছেন। প্রত্যাশিত কাজে ঝামেলা। আজ আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে হাটে যেতে পারেন।।”।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ব্যবসায়ীদের যেমন ভালো বেচাকেনা হবে, ঠিক তেমনি আপনার বস্ত্র লাভের যোগ রয়েছে। ছোট ভাই বোনের সাথে ঈদ করতে যেতে পারেন। স্বর্ণকার ও বিকাশ রকেট এজেন্টদের ভালো আয় রোজগার হবে।।”।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। বকেয়া কোনো বিল অপ্রত্যাশিত ভাবে পেয়ে যেতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় বিনিয়োগ করার সম্ভাবনা। শ্যালক শ্যালিকার সাথে বিরোধ হতে পারে। কোনো বন্ধুর সাথে ঝগড়া বাধিয়ে বসতে পারেন। হাতে অনেক নগদ টাকা থাকতে পারে।।”।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। শনি চন্দ্রর প্রভাবে সকাল থেকেই মন মেজাজ ভালো যাবে না। বয়স্কদের পায়ে বা হাটুতে ব্যাথা দেখা দেবে। জাতিকাদের কোমড়ে অসহ্য যন্ত্রনার আশঙ্কা। জীবন সাথীর কোনো কথায় উত্তেজিত হতে পারেন। সাবধানে চলাফেরা করুন। গবাদি পশুর আক্রমনের শিকার হতে পারেন।।”।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। বকেয়া কোনো বিল অপ্রত্যাশিত ভাবে পেয়ে যেতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় বিনিয়োগ করার সম্ভাবনা। শ্যালক শ্যালিকার সাথে বিরোধ হতে পারে। কোনো বন্ধুর সাথে ঝগড়া বাধিয়ে বসতে পারেন। হাতে অনেক নগদ টাকা থাকতে পারে।।”।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। শনি চন্দ্রর প্রভাবে সকাল থেকেই মন মেজাজ ভালো যাবে না। বয়স্কদের পায়ে বা হাটুতে ব্যাথা দেখা দেবে। জাতিকাদের কোমড়ে অসহ্য যন্ত্রনার আশঙ্কা। জীবন সাথীর কোনো কথায় উত্তেজিত হতে পারেন। সাবধানে চলাফেরা করুন। গবাদি পশুর আক্রমনের শিকার হতে পারেন।।”।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র যাবে। গার্মেন্টস কর্মী ও ব্যবসায়ীরা আজ অনেকেই যাত্রাপথে থাকতে পারেন। বহু বাধা বিপত্তি পেড়িয়ে বাড়ীতে পৌঁছাতে পারেন। প্রবাসীদের দেশে আসার ইচ্ছা কোনো কারনে বাধাগ্রস্ত হবে। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা নানা রকম হয়রানিতে পড়তে পারেন।।”।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): কুম্ভের জাতক জাতিকার দিনটি ধন উপার্জনের । সিজেনাল কোনো ব্যবসা করে টাকা রোজগার করতে পারেন। আজ বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায় ভালো আয় হবে। বন্ধুর বাড়ীতে বেড়াতে যেতে পারেন। বকেয়া কোনো ধারের টাকা ফেরত পেতে পারেন। বন্ধুর সাহায্য পাওয়ার যোগ।।”।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): কুম্ভের জাতক জাতিকার দিনটি ধন উপার্জনের । সিজেনাল কোনো ব্যবসা করে টাকা রোজগার করতে পারেন। আজ বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায় ভালো আয় হবে। বন্ধুর বাড়ীতে বেড়াতে যেতে পারেন। বকেয়া কোনো ধারের টাকা ফেরত পেতে পারেন। বন্ধুর সাহায্য পাওয়ার যোগ।।”।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীনের জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সামাজিক ও রাজণৈতিক কাজে ব্যস্ত হতে পারেন। আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। পিতার শরীর কিছুটা ভোগাবে। প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। সতর্ক থাকুন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment