একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের পাহাড়তলীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫৮তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১৯ আগস্ট রবিবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্জ আহামেদুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ সেলিম রহমান।।”।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর পরিচালক আলহাজ্জ মাস্টার আবুল কাশেম, চট্টগ্রাম সিটি কর্পোরেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্জ নেছার উদ্দীন আহম্মেদ মঞ্জু, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী, পাহাড়তলী লৌহ-জাতীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট সাইফুল হুদা জাহাঙ্গীর, পাহাড়তলী লৌহ-জাতীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি মোঃ মাহাবুবুল আলম এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হক।।”।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ব্যাংকের মুরাদপুর শাখার ভাইস প্রেসিডেন্ট হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহ্ অনুষ্ঠানশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মোঃ নাহিদ হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।।”।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment