একাত্তরের মানবতাবিরোধী অপরাধে পাঁচজনের মামলার রায় সোমবার-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 12 August 2018

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে পাঁচজনের মামলার রায় সোমবার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:

পটুয়াখালীর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ইসহাক সিকদারসহ পাঁচজনের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ঠিক করে আদেশ দেন।।
ট্রাইব্যুনালের সদস্য বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আমীর হোসেন ও আবু আহমেদ জমাদার।।
মামলার অন্য আসামিরা হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা। আর আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।”
ট্রাইব্যুনাল গত ৩০ মে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন।
২০১৭ সালের ৮ মার্চ এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আগের বছর ১৩ অক্টোবর এ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদেশ জারির পরে এ পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়।”
মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।”
এ মামলার তদন্ত শুরু হয় ২০১৪ সালের ২৫ নভেম্বর। ১ বছর ৫ মাস ৯ দিন তদন্ত করে ৫০৮ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেন তদন্তকারী কর্মকর্তা সত্যরঞ্জন রায়।”
মামলার অভিযোগ প্রমাণের জন্য ৫১ জনের জবানবন্দি নেয়া হয়েছে, যারা সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages