বাঁশখালীতে কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টা, আটক এক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 August 2018

বাঁশখালীতে কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টা, আটক এক


একুশে ডিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি গ্রামের গৃহকর্তা কর্তৃক কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গৃহকর্তা ওই এলাকার মৃত আবদুল মতলবের পুত্র মোঃ নেজাম উদ্দিন (৩৮) কে আটক করেছে থানা পুলিশ।

আজ বুধবার সকালে নির্যাতিত ওই কাজের মেয়ের মা মোছাম্মৎ মাসুকা বেগম বাদী হয়ে ওই গৃহকর্তাকে আসামি করে বাঁশখালী থানায় এজাহার দায়ের করেছে। এদিকে কাজের মেয়েকে ধর্ষনের চেষ্টার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম পুঁইছড়ি গ্রামের সরলিয়া বাজারের দক্ষিণ পার্শ্বে ছৈয়দ্যা বাপের বাড়ীর গৃহকর্তা নেজাম উদ্দীনের বাড়ীতে ছনুয়া ইউনিয়নের ৬০নং পাড়ার লাল মিয়ার ১১ বছর বয়সী কন্যা শিশু দীর্ঘদিন যাবৎ গৃহ পরিচিকার কাজে নিয়োজিত ছিল।

মঙ্গলবার দুপুরে বাড়ীতে কেউ না থাকায় একা পেয়ে ওই কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় সে। নির্যাতিত গৃহ পরিচিকার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে থানা পুলিশের এসআই হায়দার আলী দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্তাকে আটক করে থানায় নিয়ে আসে। দীর্ঘ তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে বাঁশখালী থানার ওসি সালাহউদ্দিন হিরা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৪)(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করেন। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages