এবার দীপিকার রণবীরকে নিজের বলে দাবি করলেন আলিয়া!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 August 2018

এবার দীপিকার রণবীরকে নিজের বলে দাবি করলেন আলিয়া!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:

দীপিকার সঙ্গে রণবীর সিংয়ের প্রেমকে খুব শিগগিরই বাস্তবে রুপ দিতে চলেছেন বলিউডের এই দুই তারকা। তবে তারই মাঝে শোনা যাচ্ছে অন্য কথা। দীপিকার প্রেমিক রণবীরকে নাকি ‘আমার’ বলে দাবি করেছেন আলিয়া! রণবীর সিংকে ‘আমার টুটু’ বলেই ব্যখ্যা করেছেন আলিয়া। হ্যাঁ এই নামেই আলিয়া আজকাল রণবীরকে ডাকছেন।

খুব শিগগির জোয়া আখতারের ‘গলি বয়’ ছবিতে দেখা যাবে আলিয়া-রণবীর সিং জুটিকে। যে ছবির শ্যুটিং ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এই ছবিতে র‍্যাপ গায়কের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। আর আলিয়া হবেন তাঁর প্রেমিকা। আর হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে আলিয়াকে ‘গলি বয়’ প্রশ্ন করেন তাঁর ভক্তরা।

উত্তরে আলিয়া জানান, ”My Tutu (ranveer sing) has killed it in gully boy. wait for it”। আসলে আলিয়ার আশা এই ছবিতে রণবীরের অভিনয় আরও একবার দর্শকদের মন ছুঁয়ে যাবে। সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন আলিয়া।

গলি বয় ছবিতে আলিয়া ও রণবীরের শ্যুটিংয়ের বেশকিছু ছবি আগেই ভাইরাল হয়েছিল। পাশাপাশি র‍্যাপার হিসাবে রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল ইন্টারনেটে।

এর আগেও রণবীরের অভিনয় নিয়ে আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রণবীরকে ভীষণ পছন্দ করি। হে ব্রো গানে আমি আর রণবীর একসঙ্গে শ্যুটিং করেছি। ও একজন ভার্সেটাইল অভিনেতা সেকথা অস্বীকার করা যায় না। পদ্মাবতেও রণবীর যেভাবে সকলকে মুগ্ধ করছে একইভাবে গলি বয়তেও করবে বলে আমি আশা রাখছি। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages