![]() |
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
সারা বিশ্বে অনেক শিশু-কিশোর আছে যারা সমাজব্যবস্থার বৈষম্যের শিকার হয়ে স্কুলে যেতে পারছে না, যাদেরকে অল্প বয়সেই রুটি-রুজির জন্য কঠিন কাজ করতে হচ্ছে। তবুও শৈশবটাতে ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে স্কুলের পথে ছুটে যায় শিশু-কিশোররা।
কিন্তু রাতের আঁধারে সেই সব স্কুলেই যদি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মুখ থুবড়ে পড়া ছাড়া যে আর কোনো উপায় নেই!
বলছি, পাকিস্তানের অস্থিতিশীল গিলগিত-বালতিস্তান অঞ্চলের কথা। পুলিশের বরাত দিয়ে দ্য ডন পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা বৃহস্পতিবার রাতে ওই অঞ্চলের দায়ামি জেলায় একসঙ্গে মেয়েদের ১২টি স্কুল পুড়িয়ে দিয়েছে। এর ফলে ওই এলাকার বসবাসরত লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
![]() |
দায়ামিরের পুলিশ এসপি রয় আজমল জানিয়েছেন, ‘পুড়ে যাওয়া স্কুলগুলির মধ্যে অর্ধেকই মেয়েদের স্কুল। স্কুলটি থেকে বই-পুস্তকগুলো বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে। শুধু স্কুল ভবনে আগুন লাগানো হয়েছে।’
তবে এই অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জড়িতদের ধরার জন্য তদন্ত অব্যাহত রেখেছে।’ একুশে মিডিয়া।
No comments:
Post a Comment