একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
ইউরোপিয় ইউনিয়নভূক্ত সব দেশগুলোকে বর্ণবাদী মানসিকতা মোকাবেলার আহবান জানালেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। শনিবার (১১ আগস্ট) স্পেনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে দুই দেশের অভিবাসী বিনিময় সংক্রান্ত চুক্তি সম্পাদনের জন্য বর্তমানে স্পেন সফরে রয়েছেন মার্কেল।”
আন্দালুসিয়ার দক্ষিণ অঞ্চলে দুই দেশের মধ্যে আলোচনা অুনষ্ঠিত হয়। সেখানে যৌথ প্রক্রিয়ায় দুই দেশের অভিবাসন সংক্রান্ত পদক্ষেপসমূহ এগিয়ে নেয়া হয়। দুই দেশই তাদের সমন্বিত উদ্দেশ্য আগামী মাসে অস্ট্রিয়ায় ইইউ এর পরবর্তী বৈঠকে তুলে ধরবে বলে জানায়।”
মার্কেল বলেন ‘আমরা আফ্রিকা মহাদেশ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছি। মাল্টা ও সিসিলিও প্রায় একই দূরত্বে রয়েছে। সুতরাং, সমন্বিতভাবে আমাদের এমন পদক্ষেপ নিতে হবে যাতে কোনো দেশই প্রতারণামূলক পদক্ষেপ নিতে না পারে। উদ্বাস্তু ও অভিবাসীদের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বন্টনের নীতি অবলম্বনের কথাও বলেন তিনি।”
ইউরোপে অনুপ্রবেশে ইচ্ছুক অনেক মানুষ রয়েছে তিউনিসিয়া ও মরক্কোতে। দেশ দু’টির প্রতি উদার দৃষ্টিভঙ্গীর কথা উল্লেখ করে মার্কেল জানান ‘তারা আমাদের সীমান্তবর্তী দেশ এবং আমাদের সহায়তা তাদের প্রয়োজন। এ ব্যাপারে ইউরোপিয় ইউনিয়নেভূক্ত দেশগুলোকেও আহবান জানাবেন বলে উল্লেখ করেন তিনি।। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment