![]() |
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
বাসচাপায় নিহত দিয়া খানম মিমের পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে সড়ক পরিবহন আইন আরও কঠোর করে দোষী চালকদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে মত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেছেন, “রাষ্ট্রপতি থাকতে আমি মৃত্যুদণ্ডের আইন করেছিলাম। কিন্তু আন্দোলনের কারণে আইনটি পরে বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে। কিন্তু যারা সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ মারবে, তাদের মৃত্যুদণ্ডই হওয়া উচিৎ। ”
শুক্রবার সকালে কলেজছাত্রী দিয়ার মহাখালীর বাড়িতে যান এরশাদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথায় তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোকে ‘যৌক্তিক’ বলেছেন।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় দিয়াসহ দুই শিক্ষার্থী নিহত হন। এরপর দেশব্যাপী বিক্ষোভ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা যে ৯দফা দাবি তুলেছে, তা মেনে নিয়েছে সরকার।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “এদের সব দাবি যৌক্তিক, এরা তো নিজের জন্য কিছু চায় নাই। এদের আন্দোলন সরকার পতনের আন্দোলনও নয়। তারা চেয়েছে নিরাপদ সড়ক। ”
এসময় তিনি বলেন, “আমার ছেলে যদি আজকে গাড়িতে করে স্কুলে যেত, সর্বক্ষণ আমি চিন্তায় থাকতাম, ছেলে বাসায় ফিরবে কি না। মৃত্যু দেখলে তো আমি আত্মহত্যা করতাম। মৃত ছেলের মুখ দেখতে চাই না আমি। ”
শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দাও জানান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।
সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
এরশাদ বলেন, “২০ লাখ টাকা কোনো টাকাই নয়। ইচ্ছা করলে বেশি দিতে পারতেন প্রধানমন্ত্রী। তবুও তিনি সহানুভূতি দেখিয়েছেন, তার প্রতিও কৃতজ্ঞতা। ”
সড়কে মৃত্যুর ঘটনায় নৌমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের নানা মন্তব্যের সমালোচনাও করেন এরশাদ।
তিনি বলেন, “শাজাহান খানের হাসি দেখে দুঃখ পেয়েছি। একটা ছেলে মারা গেছে, একটা মেয়ে মারা গেছে। তিনি হাসিমুখে ঘটনাকে তুলনা করছেন ভারতের দুর্ঘটনার সাথে। এই যদি তার প্রতিক্রিয়া, কী বলার আছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment