![]() |
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত বহুল আলোচিত ছবি ‘যদি একদিন’ এর গান আসছে।।
‘আমি পারবো না তোমার হতে’ গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর। সুর করেছেন নাভেদ পারভেজ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও কোনাল।”
আগামী ১৮ আগস্ট ইউটিউবে ছবির প্রথম গান প্রকাশিত হবে। বিষয়টি আরটিভি অনলাইনকে জানিয়েছেন পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। গানটিতে পারফর্ম করেছেন দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ তাহসান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।”
কক্সবাজারের মনোরম লোকেশনে এই গানের দৃশ্যধারণ হয়েছে। পরিচালক রাজ বলেন, ‘যদি একদিন’ ছবির গান নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি। প্রতিটি গানই দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেবে আশা করছি।
‘আমি পারবো না তোমার হতে’ গানটি আমার নিজেরও ভীষণ প্রিয়। তাহসান-শ্রাবন্তী দুজনই দারুণভাবে নিজেদের মেলে ধরেছেন। এছাড়া গানের কথা ও সুর অসাধারণ।”
ছবিতে দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন আমার বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘যদি একদিন’ ছবিটি। তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার গ্লামার কুইন নায়িকা শ্রাবন্তী। অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান।”
আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা। এখন ছবিটির সম্পাদনার কাজ চলছে।। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment