কিভাবে চলচ্চিত্রে আসেন নায়িকা অপু বিশ্বাস?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 18 August 2018

কিভাবে চলচ্চিত্রে আসেন নায়িকা অপু বিশ্বাস?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউড কুইন বলে ডাকেন। চলচ্চিত্রে শাকিব খানের সাথে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট ছবি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ‘স্বর্ণালি স্মৃতি’ নামের এক অনুষ্ঠানে চলচ্চিত্রে আসা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন জনপ্রিয় এই নায়িকা।।”।

অপু বলেন, ‘আমি কিন্তু আসলে নৃত্যশিল্পীই হতে চেয়েছিলাম। নায়িকা হবো, এটা আসলে বুঝে উঠতে পারিনি। একটি সিনেমার কথা আমার বারবারই চলে আসে। সেটি হলো, ‘কাল সকালে’। সেই ছবিতে আমি শাবনূর আপার বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলাম। ছবিটা রিলিজ হওয়ার পর এফআই মানিক স্যার আমাকে ফোন করেছিলেন। তার ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নতুন মুখের একজন নায়িকা দরকার ছিল। তিনি ফোন দিয়ে জানতে চাইলেন, আমি কাজ করব কি না। ছবিটা করার খুব বেশি আগ্রহ ছিল না আমার।।”।
কেন করা হলো? অপু বলেন, ‘ছবিতে আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক আঙ্কেল। আমার মা উনার অনেক বড় ফ্যান ছিলেন। তখন তিনিই আমাকে উদ্বুদ্ধ করেন, যদি রাজ্জাক সাহেবকে সামনাসামনি দেখা যায়! এসব বিষয় থেকে আমার ছবিটি করা হলো। মুক্তি পাওয়ার পর ছবিটি হিট হলো, আমারও চলচ্চিত্র যাত্রা শুরু হলো।।”।
‘শাকিব খানের সঙ্গে জুটি কীভাবে’ সেটিও জানালেন অপু বিশ্বাস। বলেন, ‘আসলে একটা ছবি রিলিজ হওয়ার পর যখন ছবিটি হিট হয়, তখন প্রযোজকরা আমাদের শিডিউল চাইত। দেখা গেল, সেই ছবিটি মুক্তি পাওয়ার পর হিট হলো। তখন কোনো প্রযোজক আমাদের শিডিউল নিল, আমরা দুজনই শিডিউল মিলিয়ে দিতাম। পরে এমনও হয়েছে যে এক প্রযোজকের দুটি ছবিতে একসঙ্গে শিডিউল দিয়েছি। এভাবেই আসলে জুটি শুরু। দর্শক যদি পছন্দ করে, তা হলে প্রযোজকরাও বাধ্য আমাদের নিতে। এভাবেই জুটি বাঁধা হয়ে গেছে।।”।
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশি ছবিগুলো বেশি বেশি দেখবেন।’ একপর্যায়ে হেসে বলেন, ‘বিশেষ করে আমার ছবিগুলো দেখবেন। আমি নতুন আরও বেশ কয়েকটা ছবি করছি। সবাই ভালো থাকবেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages