চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত! ময়মনসিংহে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 15 August 2018

চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত! ময়মনসিংহে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে সুজন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন পার্শ্ববর্তী আঠারোদানা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।।”।
পুলিশ জানায়, নিহত সুজন পাশের গ্রাম দৌলতপুরের নাজমুলের বাড়িতে চুরি শেষে মালামালসহ একই গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে চুরির সময় গৃহকর্তা টের পেয়ে যান। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী এগিয়ে এসে সুজনকে মালামালসহ হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় সে।।”।
গফরগাঁও থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, গণপিটুনিতে নিহত সুজনের মরদেহের পাশে চুরির মালামাল পাওয়া যায়। পুলিশ মরদেহ ও মালামাল উদ্ধার করে নিয়ে আসে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages