একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
রাশিয়া বিশ্বকাপে ফাউলের নাটক করে ব্যাপক সমালোচিত হয়েছে নেইমার। আসর শেষে কিছুদিন চুপ করে ছিলেন। এরপর এক বিজ্ঞাপনে বিশ্বকাপে সেই আচরণের জবাবদিহিতা করে ফের উঠে আসেন আলোচনায়।
জিলেটের এক বিজ্ঞাপনে নেইমার সমালোচকদের জবাব দেন, ‘আপনারা মনে করতে পারেন আমি বাড়াবাড়ি করি। কখনো কখনো হয়ত তাই করি। কিন্তু সত্যি কথা বলতে মাঠে আমাকে খুব ভুগতে হয়।’
তবে, ছেলের দিকে ধেয়ে আসা ক্রমাগত এমন সমালোচনায় চুপ থাকতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টারের মা ‘নাদিনে গঞ্জালেভস’। পুত্রকে রক্ষায় এগিয়ে এসে একহাত নিয়েছেন সমালোচকদের প্রতি। সঙ্গে নেইমারকে দিয়েছেন সমালোচনা সামলানোর টোটকা।
তিনি বলেন, ‘হাতেগোনা কিছু লোক তোমাকে সত্যিকারের ভালোবাসবে, আর তোমার মনে কি চলছে সেটা বুঝবে। আমাদের জীবনে বহুবার এমন সময় আসবে যখন আমরা আমাদের পছন্দমত জীবনযাপন করতে পারব না।’
টুইটারে ছেলেকে উদ্দেশ্য করে এমনটাই লিখেছেন নাদিনে। ছেলেকে উদ্দেশ্য করে লিখলেও আদতে তা যে সমালোচকদের ধুয়ে দেয়া সেটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় কারও। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment