চট্টগ্রাম সিটির তিন ওয়ার্ড এলাকার সংযোগ স্মারক ‘মৈত্রী-১,মৈত্রী-২’ চত্বর উদ্বোধন: সিটি মেয়র-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 13 August 2018

চট্টগ্রাম সিটির তিন ওয়ার্ড এলাকার সংযোগ স্মারক ‘মৈত্রী-১,মৈত্রী-২’ চত্বর উদ্বোধন: সিটি মেয়র-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম মহনগরীধীন আসকার দিঘীর পশ্চিম পার্শস্থ সার্সন রোড; জামালখান ওয়ার্ড,এনায়েত বাজার ওয়ার্ড ও বাগমনিরাম ওয়ার্ড-এই তিন ওয়ার্ডের সংযোগ স্থল হিসেবে পরিচিত।
অন্যদিকে এমএ আজিজ স্টেডিয়ামের দক্ষিণ কোণার নেভাল এভিনিউ মোড়; জামালখান ওয়ার্ড এবং এনায়েত বাজার ওয়ার্ড মিলিয়ে দুই ওয়ার্ডে সংযোগ স্থল হিসেবে লোকে চেনে।
ওয়ার্ড সীমানার এই সংযোগকে এলাকাবাসীর হৃদয়ে সংযোগ সংক্রমিত করা, তাদের পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ব আর মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে দুই রাস্তার মোড়ে নির্মাণ করা হয়েছে মৈত্রী-১ ও মৈত্রী-২ চত্বর। সার্সন রোডের মোড়ে নির্মাণ করা হয়েছে ‘মৈত্রী-১ চত্বর’। আর নেভাল এভিনিউতে নির্মাণ করা হয়েছে ‘মৈত্রী-২ চত্বর’। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ভেগাস ফার্নিচারের অর্থায়নে ৩ লাখ টাকা ব্যয়ে ‘মৈত্রী-১’ নির্মাণ করা হয়েছে। অপরদিকে নেভাল এভিনিউ মোড়ে শিল্পপতি একরামুল হকের অর্থায়নে সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ‘মৈত্রী-২’ চত্বর নির্মাণ করা হয়েছে।”

আজ রাতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চত্বর দুটি উদ্বোধন করেছেন। উদ্বোধকের বক্তব্যে সিটি মেয়র বলেন,পুরো নগরীকে শতভাগ সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক বছরের কর্মপরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে প্রত্যেকটি ওয়ার্ড এলাকার কাউন্সিলরদেরকে  উদ্যোগে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।তাছাড়া নগরীর সকল মিড আইল্যান্ড,ফুটপাত,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা দেয়ালকে সৌন্দর্যবর্ধনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানও সহযোগিতার হাত বাড়িয়েছেন। নগর সৌন্দর্যবর্ধনে সামাজিক এবং নাগরিক দায়বদ্ধতার অংশ হিসেবে সহযোগিতাকারী এসব ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ”

জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের পরিকল্পনা এবং সার্বিক তত্তত্ববধানে এই দুটি স্মারক চত্বর বাস্তবায়ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম,পুলক খাস্তগীর,যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুলসহ এলাকার রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages