একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
শিক্ষার্থীদের আন্দোলনে উসকে দেয়ার জন্য গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে আটক ছাত্র ফেডারেশনের দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
সোমবার গভীর রাতে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয় বলে একুশে মিডিয়াকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
মামলার আসামিরা হলেন-চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন (২৩), রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ (২০), ইমদাদুল হক প্রকাশ আশিক (২৪) ও আব্দুল্লাহ আল সাহেদ (২০)।
ওসি মহসিন বলেন, ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment