একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
প্রথম মুসলিম নারী সদস্য হিসেবে অস্ট্রেলিয়ান সিনেটে যোগদান করেছেন মেহরিন ফারুকি। দেশটিতে বর্ণবাদের সমস্যা প্রকট থাকার পরও এই ঘটনাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।।”।
পাকিস্তানে জন্ম গ্রহন করা মেহরিন ফারুকি বিবিসিকে জানান, ‘আমাদের এই বৈচিত্র্যের জন্য অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আরো শক্তিশালী হবে’। নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত গ্রিন পার্টির এই এমপি, বুধবার সিনেটের একটি খালি আসনে নিযুক্ত হন। এক সপ্তাহ পর, শপথ নেবেন তিনি। মেহরিন ফারুকি, ফ্রেজার এনিংস এর ব্যবহৃৎ হলোকাস্ট সংক্রান্ত টার্মের প্রচন্ড সমালোচকদের একজন।।”।এনিংস যে বর্ণবাদ ও ঘৃণার উদগাতা, সে বিষয়টি তার প্রথম ভাষণে উল্লেখ করেন এই এমপি। আত্নবিশ্বাস সহকারে তিনি বলেন ‘আমি একজন মুসলিম অভিবাসী এবং সেখান থেকে এখন সিনেটর হতে যাচ্ছি, ফ্রেজার এনিংস এর মত মানুষ এ বিষয়ে কিছুই করতে পারবেনা’। বিবিসি’র রিপোর্টে এসব তথ্য প্রকাশ করে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment