![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
নিরাপদ সড়কের দাবিতে শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী।
সকাল সাড়ে ১০টার দিকে থেকে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার, পোস্টার হাতে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে ভবেরচর স্ট্যান্ড এলাকায়।
এসময় তারা সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইনের সংশোধন ও রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় দোষীদের ফাঁসি দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ ও স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। দুপুর ১২ টার দিকে পুলিশের আশ্বাস ও জুম্মার দিন হওয়ায় আন্দোলন কর্মসূচি আজকের মত স্থগিত ঘোষণা করে বাড়ি ফিরে যায় তারা। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment