বাজারে এলো লেডভ্যান্সের লাইটিং পণ্য-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 3 August 2018

বাজারে এলো লেডভ্যান্সের লাইটিং পণ্য-একুশে মিডিয়া


একুশে মিডিয়া:

বাজারে এসেছে লেডভ্যান্সের পণ্য। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশে এডেক্স গ্রুপ ওসরামের সঙ্গে প্রজেক্ট পার্টনার হিসেবে অফিসিয়ালি কাজ করে আসছে ২০১৪ সাল থেকে। লেডভ্যান্স ওসরামের নতুন লাইটিং পণ্যের পার্টনার।
এডেক্স ১৯৮২ সালে আবাসিক এবং শিল্পখাতে ইঞ্জিনিয়ারিং সমাধান প্রদান করার মাধ্যমে যাত্রা শুরু করে। নিজেদের পণ্যের সঙ্গে সঙ্গে এডেক্স গ্রুপ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠার সময় থেকেই।
লেডভ্যান্স, বিশ্বের অন্যতম সেরা  লাইটিং সল্যুশন, যা ইনভেটিভ ও ইন্টেলিজেন্ট। লেডভ্যান্স, ওসরামের অঙ্গ প্রতিষ্ঠান যা গতানুগতিক সাধারণ লাইটিং এবং আধুনিক যুগান্তকারী লাইটিং প্রযুক্তিকে সংমিশ্রণ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডেক্স গ্রুপের চেয়ারম্যান আলী আজম, হেড অফ সেলস লেডভ্যান্স আল খালাফ, ও ডিরেক্টর সেলস লেডভ্যান্স আসিফ জাহিদ।
লেডভ্যান্সের পক্ষ থেকে আল খালাফ  বাংলাদেশে লেডভ্যান্স  এবং ওসরামের পণ্য নিয়ে বেশ আশাবাদী।
তিনি বলেন "লাইটিং প্রযুক্তির বিক্রয় এবং ব্যবহার বাড়ছে প্রতিদিন বাড়ছে এবং লেডভ্যান্স সর্বোচ্চ মানের লাইটিং ও বিক্রয় পরবর্তী সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। বিজ্ঞপ্তি।একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages