![]() |
একুশে মিডিয়া, বরিশাল রিপোর্ট:
ভোলায় চুরির অপবাদ ও স্বামী কতৃক নিয়মিত শাররিক নির্যাতন সহ্য করতে না পেরে ঘরের ভিতরে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে আত্বহত্যার চেষ্টা চালায় দুই সন্তানের জননী নাজমা।”
স্বামি মো: জসিমের নিয়মিত শাররিক নির্যাতন ও টাকা চুরির অপবাদ সহ্য করতে না পেরে শুক্রবার রাত ১০ টার সময় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে গুপ্ত মুন্সী ৯ নং ওয়াডে মজিদ সিকদার বাড়িতে এই ঘটনা ঘটায় গৃহবধূ নাজমা । ঘটনায় স্বামী জসিম পলাতক রয়েছে ।”
গৃহবধূ নাজমা পশ্চিম ইলিশা সদুর চর ৯ নং ওয়াডের বাসিন্দা রশিদ মোস্তারি ওসমানের মেয়ে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে নাজমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আগুনে দগ্ন নাজমা সার্জারি ওয়াডে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment