একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীতে পৃথক অভিযানে একজন হিজড়া ও তিন রোহিঙ্গা নাগরিকসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় সাত হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।।”।
বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভর এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো,রোহিঙ্গা নাগরিক মো: রফিক (২৭),রিয়াজুননেছা (২৭),মো: আলম(২৮)। বাংলাদেশী মাদক বিক্রেতারা হলো,মো: রহিমুল্লাহ প্রকাশ পলাশ(১৪),মো: শামিম (২৬),খোকন হোসেন স্বপন (২৮),মো: রুবেল(২২),মো: দুলাল (২৪),মো: আশিক(২৫),শান্ত বেগম (২০) ও হিজড়া নদীয়া।।”।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিচালক শামীম আহমেদ বলেন, গত রাত থেকে আজ সারাদিন নগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১১জনকে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment