বাংলাদেশী সানি লিওন নায়লা নাঈম!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 16 September 2018

বাংলাদেশী সানি লিওন নায়লা নাঈম!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া নিজ দেশের পাঠকদের নিকট নায়লা নাঈমকে পরিচয় করিয়ে দিল 'বাংলাদেশের সানি লিওনের সাথে পরিচিত হও' ঠিক এমনভাবেই।।”।
গণমাধ্যমটি রবিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশি মডেল নায়লা নাঈমকে নিয়ে একটি প্রতিবেদন করে। প্রতিবেদনে নায়লা নাঈমকে বাংলাদেশি সানি লিওন হিসেবে আখ্যা দিয়ে বলা হয়, 'নায়লাকে বাংলাদেশের সানি লিওন, নিজ দেশে তাকে সানি লিওন বলে ডাকা হয়।।”।এ প্রসঙ্গে নায়লা নাঈম দেশের একটি গণমাধ্যমে বলেন, আমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়েছে এটাতে আমি সম্মানিত বোধ করছি। যদিও আমি সানিকে ফলো করি না কিন্তু তাঁকে সম্মান করি, তার অর্জনকে সম্মান করি।।”।
টাইমস অফ ইন্ডিয়া এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে যেখানে সানি লিওনের আবেদনময়ী ছবি গুলো স্থান পায়। পুরো ছবির কোলাজ ভিডিওর সাথে ক্যাপশন জুড়ে দেওয়া হয়।।”।
প্রতিবেদনে বলা হয় বাংলাদেশি সানি লিওন নায়লা নাঈমের প্রচুর ফ্যান ফলোয়ার্স,জনপ্রিয়তাও অত্যাধিক। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages