একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
- ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আহভাজে একটি সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় নয় সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। হামলাকারী দুই বন্দুকধারীও এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে।।”।
- শনিবার (২২ সেপ্টেম্বর) সামরিক বাহিনীর পোশাক পরে নিকটস্থ একটি পার্ক থেকে কুচকাওয়াজ লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে ওই বন্দুকধারীরা। বলা হচ্ছে, কোনো বিদ্রোহী গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।।”।
- ইরানে ১৯৮০-৮৮ সালে ইরাকের সঙ্গে যুদ্ধের বার্ষিকী পালিত হচ্ছে। এজন্য সারাদেশেরই সংশ্লিষ্ট এলাকায় সামরিক কুচকাওয়াজ হচ্ছে।।”।
- দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে হামলার সূত্রপাত হয় এবং প্রায় ১০ মিনিট ধরে গুলি-পাল্টা গুলি চলে। হামলায় চারজন অংশ নিলেও দু’জন নিহত হয় এবং দু’জনকে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী।।”।
- আঞ্চলিক ডেপুটি গভর্নর আলী হোসেইন হোসেইনজাদে সংবাদমাধ্যমকে বলেছেন, এখন পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে।।”।
- কারা এ হামলা চালিয়েছে তা স্পষ্ট বলা না হলেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সুন্নিপন্থি সশস্ত্র গোষ্ঠী বা আরব জাতীয়তাবাদীদের দোষারোপ করা হচ্ছে।।”।
- ইরানে জীবনযাত্রার মান পড়ে যাওয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের বিরুদ্ধে গত বছর যে বিক্ষোভ হয়েছিল, তার সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছিল এই আহভাজেই। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment