একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্ম দিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ আওয়ামীলীগ নেতা পুলিন বিহারী সুশীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদের মহিলা সদস্য শাহেদা আক্তার জাহান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচরা ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, বৈলছড়ী ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহানা আক্তার কাজেমী, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শ্যামল দাশ, আওয়ামী লীগ নেতা জিল্লুল করিম শরিফী, যুবনেতা হামিদ উল্লাহ, ওলামালীগ সভাপতি মাওলানা আকতার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিজান সিকদার প্রমুখ।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ কামনা করে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment