গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল-চাল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 19 September 2018

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল-চাল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার হাল-চাল।  অনেক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি উল্লেখযোগ্যহারে কম ও লেখা-পড়ার মান তলানীতে। ।”।
সচেতন এলাকাবাসী,অভিভাবক ও পর্যবেক্ষক মহল শিক্ষার মান উন্নতিকরনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারি কামনা করেছেন। ।”।

অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি ও মনোযোগের সাথে পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতিসহ শিক্ষার মান বেশ সন্তোষজনক ও প্রশংসার দাবীদার। ।”।
একাধিক সচেতন এলাকাবাসী ও অভিভাবকদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর মঙ্লবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিন গেলে নানা ভালো-মন্দ বিষয় পরিলক্ষিত হয়। ।”।
উপজেলার ২ নং হোসেনপুর  ইউনিয়নের (১) ঝাপড় নব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (২) দুবলাগাড়ী নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র বেশ চোখে পড়ার মতো। ।”।
বিদ্যালয় দু'টির প্রথমটিতে ৩য় শ্রেণিতে ৩০ জনের মধ্যে ২০, ৪র্থ শ্রেণিতে ৩৮ জনের মধ্যে ২৯, ৫ম শ্রেণিতে ৩০ জনের মধ্যে ২৩ ও ২য় টিতে ৩য় শ্রেণিতে ৩১ জনের মধ্যে ২২, ৪র্থ  শ্রেণিতে ১৭ জনের মধ্যে ১৭ ও ৫ম শ্রেণিতে ১৬ জনের মধ্যে ১৪ জন শিক্ষার্থীকে উপস্থিত দেখা যায়।  এছাড়া পড়া-লেখার মানও আগের চেয়ে বেশ সন্তোষজনক। তাছাড়া দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী শিক্ষার মানোন্নয়নে ৫ম শ্রেণির শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে বৈঠক সমাবেশ করতে দেখা যায়, যা প্রশংসনীয়। ।”।

অপরদিকে, (৩) শালমারা ১ নং নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ৩য় শ্রেণিতে ২৭ জনের মধ্যে ১৩ , ৪র্থ শ্রেণিতে ২৫ জনের মধ্যে ১৪  এবং ৫ম শ্রেণিতে ২০ জনের মধ্যে ১০, (৪) কিশামত চ্যারেঙ্গা নব সরকারি প্রা্থমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে ১২ জনের মধ্যে ১, ৪র্থ শ্রেণিতে ১৭ জনের মধ্যে ৫ ও ৫ম শ্রেণিতে ১০ জনের মধ্যে ৭, (৫) করিয়াটা নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে ২৬ জনের মধ্যে ১০, ৪র্থ শ্রেণিতে ২৪ জনের মধ্যে ১২, ৫ ম শ্রেণিতে ১৭ জনের মধ্যে ৪, এবং (৬) চাকলা নব সরকারি প্রথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে ২০ জনের মধ্যে ৬, ৪র্থ শ্রেণীতে ১২ জনের মধ্যে ২ ও ৫ম শ্রেণিতে ১০ জনের ৮ জন শিক্ষার্থীকে উপস্থিত দেখা যায়।।”।
 আর এ ৪ টি বিদ্যালয়ে শিক্ষার মান একেবারে তলানীতে বলে অভিভাবক ও সচেতন এলাকাবাসী সূত্রে জানা যায়।।”।
শিক্ষার মান ফিরিয়ে আনতে, যেসব শিক্ষকের বাড়ি সংলগ্ন বিদ্যালয় রয়েছে ঐ সব শিক্ষকদের অন্যত্র বদলি করলে শিক্ষার গুনগতমাণ বাড়বে বলে সচেতনমহল মনে করেন। ।”।
এ ব্যাপারে ঐ মহলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারিসহ জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages