একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২টি ইউনিয়নের বন্যা কবলিত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।।”।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মাধ্যমে ফুলছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার উড়িয়া ও ফজলুপুর ইউনিয়নের বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবারের (৫ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, আধা কেজি মুড়ি, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক কেজি বিস্কুট, এক ডজন মোমবাতি ও এক ডজন দিয়াশলাই সম্বলিত) একটি করে প্যাকেট বিতরণ করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান।।”।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নজমুল হুদা, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক প্রমুখ। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment