ওসমান গনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 22 September 2018

ওসমান গনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র ও বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি মো. ওসমান গনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।”।
  • শনিবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।।”।
  • অপর এক শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মো. ওসমান গনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।।”।
  • উল্লেখ্য, আজ সকাল ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. ওসমান গনি ইন্তেকাল করেন (ইন্না —— রাজিউন)।।”।
  • মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।।”।
  • রোববার বাদ জোহর ওসমান গনির প্রথম নামাজে জানাজা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাদ আসর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages