![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে শ্রী অটল মহন্ত (৫০) নামে এক মাদক বিক্রেতাকে ২৩ গ্রাম হিরোইন সহ আটক করে।।”।
অটল চন্দ্র উপজেলার বর্ধনকুঠি খানাবাড়ি গ্রামের মৃত বিন্দাবন চন্দ্র মহন্তের ছেলে।।”।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে র্যাব-১৩ এ তথ্য নিশ্চিত করেন। র্যাব সূত্রে জানাযায়, শুক্রবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালোনো হয়।।”।
এসময় একটি ইজিবাইকের গ্যারেজ থেকে ২৩ গ্রাম হেরোইনসহ অটল মহন্তকে আটক করা হয়।।”।
উদ্ধারকৃত হিরোইনের মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। র্যাব-১৩ আরও জানায়, আসামি অটল চন্দ্র মহন্ত দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে ইতোপূর্বে মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল।।”।
কারাগর থেকে বের হওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন মহন্ত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে কারাগরে পাঠানো হবে বলেও র্যাব সূত্রে জানায়। । একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment